সাদা জীবনের কালো কথায় সত্যিই আজ এ এক বড়ো অদ্ভুত সময়। এলোমেলো, উদভ্রান্ত, ক্রুদ্ধ। একটা মেয়ের এই নৃশংস ধর্ষণ আর হত্যার পর যেনো গোটা রাজ্যটাই কেমন যেনো এলোমেলো হয়ে গেছে। এমন বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে আন্দোলিত হতে আমি দেখিনি বহুদিন। এই আপাত শান্ত বাংলার মানুষজন আজ যেনো বড়ই অশান্ত। যে বিক্ষোভের আঁচ লেগেছে গোটা দেশে, এমনকি বিদেশেও।
কেউ কেউ বলছেন বাংলাকে ছোটো করা হচ্ছে চক্রান্ত করে। আবার কেউ কেউ বলছেন এই রাজ্যে আইনের সুশাসন হয়নি কোনো ভাবেই তাই তো রাজ্যের এমন অবস্থা। রাজনীতি রাজনীতির জায়গায় থাকে। কিন্তু বিবেকের ডাকে রাস্তায় নেমে প্রতিবাদে মুখর হয়েছেন আজ আট থেকে আশি সবাই। ধনী থেকে গরীব সকলেই। দিন মজুর থেকে ক্ষেত মজুর সব শ্রেণীর মানুষ। গ্রামের আটপৌরে সস্তার শাড়ি পরা ওই মহিলা থেকে দামী কালো পোশাক পরা শহুরে মহিলারাও আজ পথে নেমেছেন। একটাই দাবি সকলের, বিচার চাই।
আসলে এই প্রতিবাদের কোনো রং দেখা যায়নি এখনো। একটা নিষ্পাপ মেয়ের জন্য যাকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সে যেই হোক। তার পরিচয় যাই হোক। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার,শিক্ষক যাই হোক। সে তো একটি মেয়ে। যে মেয়ের খুনীর অপরাধীর ফাঁসি চেয়ে রাস্তায় শাসক, বিরোধী, সাধারণ মানুষ সবাই আজ পথে নেমে পড়েছেন।
হিসাব আর পাল্টা হিসাবের পরিসংখ্যান পেশ করে চলছে নানা ধরনের রাজনৈতিক দলের চাপান আর উতর এর ইতর এক ধরনের খেলা। একে অপরের পদত্যাগ আর পাল্টা পদত্যাগের দাবি সনদ পেশ করে গলার শিরা ফুলিয়ে আওয়াজ করে গোঙাচ্ছে সবাই কেমন জোর করে কিছু একটা ফায়দা তোলার আশায়। সাদা পোশাকে গলায় কালো উড়নি জড়িয়ে বিধানসভায় এক পক্ষের বহুদিন পর আলোচনায় অংশ নিতে আগমন দেখে ভালই লাগে বেশ।
আর অন্য সরকার পক্ষের সেই আগমনকে কটাক্ষ করে জবাব দিতে গিয়ে ঝড়ের গতিতে শুধুই সারা দেশে ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়ে দেওয়া যে দেশ অনেক এগিয়ে আছে এই সামাজিক ব্যাধি থেকে এই ছোটো রাজ্যর থেকে। তবু তারা সংবেদনশীল, আর তাই তারা এই ঘটনার পরপরই সক্রিয় হয়েছেন। নির্যাতিতার পরিবার এর কাছে সহানুভূতি প্রকাশ করেছেন। আর দোষী ব্যক্তির বিচার চেয়ে ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরাও সরকারে থেকেও।
এই বিষয়ে তাদের সদিচ্ছার প্রকাশ কতটা সেটা বোঝাতে গিয়ে নানান পরিসংখ্যান পেশ করে বুঝিয়ে দিয়েছেন আসলে সাক্ষ্য প্রমাণ আর সংখ্যা বড়োই গোলমেলে জিনিস। এই নানা সংখ্যা তত্ত্বের খেলায় গোটা একটা হারিয়ে যাওয়া জীবন কেমন যেন দূরে অনেক দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। আমার মনে হয় আর জি করের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছিল গোটা বাংলা, গোটা দেশ । না হলে কি আর এত কিছু দেখার জানার শোনার সৌভাগ্য হতো আমাদের মত এই ছাপোষা অতি সাধারণ মানুষের।
যারা শুধু নিজেদের আত্মস্বার্থ নিয়েই বেঁচে থাকে তারা কি জানতে পারত কোন রাজ্যে কত কি ঘটে যায় সবার অজান্তেই আর অলক্ষ্যে। সেই পুরোনো একটা কথা মনে পড়ে গেলো আমার, সব কিছুই হয় গো, তুমি যে কিছুই জানতি পারো না কর্তা। সত্যিই কত কিছুই যে ঘটে যায় আমাদের অগোচরে আমরা কিছুই জানতে পারি না সে সব।
আর যেটা জানাজানি হয়, তখন প্রতিবাদ হয়, উত্তাল হয়, ধর্না হয়, বিক্ষোভ হয় তখন যে সব কিছুই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যায় সবকিছুই। যে পরিষ্কার দিনের আলোয় ওই মেয়েটার কান্না মাখা যন্ত্রণা ক্লিষ্ট মুখটা দেখতে পাই আমরা। যে প্রাণপণে শেষ বারের মত পুরুষ নামক একটি হাত পা ওলা মানুষের বিরুদ্ধে জোরদার লড়াই করার শেষ চেষ্টা করেছিল। যে বাঁচতে চেয়েছিল প্রাণপণে। কিন্তু বাঁচতে পারে নি। যে স্বপ্ন দেখেছিল একটা সুন্দর জীবনের। যে ভেবেছিল নিজের পায়ে দাঁড়িয়ে সংসারে বাবা মার মুখে হাসি ফোটাবে। সমাজের মানুষের সেবা করে চিকিৎসা করে তাদের পাশে থাকবে। না, সব শেষ হয়ে যায় এক নিমেষে।
আজ তাই এত দিন পরে বিধানসভার অন্দরে হৈ হুল্লোড় হট্টগোল দেখে মনে হয় সত্যিই বিচিত্র এই রাজনীতি। তাই বোধহয় সমাজ মাধ্যমে এত হৈ চৈ পড়ে গেলো। রাত দখলের আওয়াজ উঠলো। বিধানসভায় তড়িঘড়ি করে বিল পেশ করা হলো। যে আওয়াজে মুখরিত আজ আকাশ বাতাস। যার জন্য আজ কিছুটা হলেও চাপে পড়তে হয়েছে সরকারকে। ডাক্তারদের রাতভোর আন্দোলনের চাপে ব্যারিকেড খুলে দিতে হয়েছে পুলিশকে। সবটাই যে ওই হারিয়ে যাওয়া মেয়েটার কৃতিত্ব।
যার জন্য ঘরের কোণে সারাবজীবন চোখের জল ফেলবেন আর হা হুতাশ করবেন ওর মা আর বাবা অতি সংগোপনে। রাজনীতি এর পাল্টা রণনীতি করে গোটা ঘটনা সারা দেশের কাছে পৌঁছে যাবে এক লহমায়। বাংলার এক চিকিৎসকের রাতের অন্ধকারে হাসপাতালের অন্দরে ডিউটি করার সময়ে করুণ এক মৃত্যুর কাহিনীর কথা। কিন্তু তাতে কি ফিরবে মায়ের কোল খালি করে চলে যাওয়া মেয়েটি কোনোদিন। না, সে আর কোনোদিনই ফিরবে না।
প্রতিবাদের কথা বলতে গিয়ে নেতারা বাজার গরম করতে টিভির পর্দায় গলা ফাটিয়ে বিবেকের ভূমিকায় মঞ্চে অবতীর্ণ হয়েছেন। টিভির বিতর্কে উঠে এসেছে কামদুনির নাম। হাঁসখালী বনাম হাথরস, মনিপুর বনাম বানতলা আর ধানতলার উদাহরন। এই প্রথম এমন একটা ঘটনা ঘটছে শুধু একটি মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাতে। যে বাংলা বহুদিন পর এমন একটা আন্দোলনের সাক্ষী হলো।
একসময় এই বাংলায় নিজের বাপ ঠাকুর্দার জমি জোর করে দখলের জন্য প্রতিবাদের ঝড় উঠেছিল সেই সময় বাম আমলের ঘটনা। রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। সরকার জোর করে জমি অধিগ্রহণ করছে এর জন্য পথে নেমে ছিল মানুষ দল মত নির্বিশেষে। কোনো বাছবিচার না করেই। যার জমি আছে সেও রাস্তায়। আর যার জমি নেই সেও রাস্তায় নেমেছিল সেই সময়।
আর আজ জমি নয়, জোর করে নারীর সম্মান কেড়ে নেওয়া হচ্ছে। ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে। লুণ্ঠন করা হচ্ছে নারীর অধিকার। সব কিছুই গায়ের জোরে আর ক্ষমতার জোরে কেড়ে নেওয়া হচ্ছে। যারা এমনটা করছে তারা জানে যে কিছুই হবে না তাদের। কারন মাথার উপর ভরসা দেওয়া দীর্ঘদিনের একটা ক্ষমতাসীন সরকার আছে তাদের। যাকে সামনে রেখে যা ইচ্ছা তাই করে ফেলা যায় নিশ্চিন্তে আর কিছুটা নির্ভয়ে।
কিন্তু সেই পরম নির্ভরতা যে একদিন সরকারের বিরুদ্ধে চলে যায়। পিঠ ঠেকে যাওয়া জনগণ একদিন প্রতিবাদে মুখর হয়ে গর্জে ওঠে।আর তখন বোধ হয় কিছুটা হলেও ভয় পায় কেউ কেউ। আর তাই সেদিন বোধহয় গলা ফাটিয়ে বলতে হয় আমরা কত ভালো অন্যদের থেকে। আমার কলকাতা কত নিরাপদ অন্যদের থেকে। অন্যদের রাজ্যে কত খারাপ অভিজ্ঞতা হয় আমাদের এই রাজ্যের থেকে। সত্যিই তো কত উদাহরণ টেনে এনে কিছুটা প্রবোধ দেওয়ার চেষ্টা করা।
আসুন না এই মাতঙ্গিণী হাজরা আর প্রীতিলতাদের বাংলায় আমরা নিজেরাই আবার সবাই এক হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই। আজ আবার সবাই মিলে আমরা একসাথে এক হয়ে কাজ করি। যে বাংলা আবার পথ দেখাক এই অন্ধকার সময়ে। বাংলা আবার শেখাক অন্যদের যে তারাই পারে এমন কিছু ঘটনা হতে না দিয়ে।
সত্যিকারের এক স্বপ্নের রাজ্যে গড়ে তুলতে আমরা সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি। রাজনীতি ভুলে পাল্টা রননীতি ভুলে। সেদিন হয়তো দুর থেকে বহু দুরের আকাশ থেকে ওই মেয়েটি মিটিমিটি হাসবে। আর সে মনে মনে বলবে সেই তোমরা সবাই বুঝলে কিন্তু বড্ড দেরিতে বুঝতে পারলে। একটু আগে বুঝলে হয়তো আর তোমাদের সবাইকে ছেড়ে, আমার মা আর বাবাকে ছেড়ে আমায় এত দূরে চলে আসতে হতো না।
তোমরা সবাই ভালো থেকো।
একটি মৃত্যু, প্রতিবাদ, আর বোধোদয় -
অভিজিৎ বসু।
তেসরা সেপ্টেম্বর, দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন