সাদা জীবনের কালো কথায় আজ বাতিল হয়ে যাওয়া দুই সাংবাদিক এর মন্দiরমণি ভ্রমণের রোমহর্ষক সেই গল্পের কথা। চাকরি জীবনের কিছু কিছু সম্পর্ক কেমন করে যে জোলো আর পান্তা ভাতের মতই বেশ গেঁজে গিয়েও কেমন করে যে টিকে যায় সেটা বড় আশ্চর্যের বিষয়। আসলে কর্ম জীবনের বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্কের বন্ধন তৈরি হয়ে একসাথে সমুদ্র দর্শন করতে বেড়াতে যাওয়া আর সেই বেড়াতে গিয়ে একসাথে সমুদ্রের ঢেউ এর মাঝে ডুবে মরতে মরতে কোনো রকমে বেঁচে ফেরা।
আসলে মৃত্যুর এত কাছ থেকে ফেরা সেই দিনের গল্প কথা মনে পড়ে গেলো এই সেই বহু পুরোনো দিনের স্মৃতি চিহ্ন গুলো দেখে। আসলে ছবি বড়ো বেদনার, আবার এই ছবি কত কিছু যে মনে করিয়ে দেয় মানুষকে কে জানে। ছবিময় জীবন আর জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করেই তো বেঁচে থাকে কিছু কিছু মরে যাওয়া হেজে যাওয়া অমলিন সম্পর্ক। যে সম্পর্কগুলো বাতিল হয়েও টিকে থাকে কেমন করে একে অপরকে জড়িয়ে ধরে কে জানে। ঠিক যেনো লাউ ডগার মত জড়িয়ে থাকে সেই লিকলিকে সম্পর্ক একে অপরকে স্বার্থহীন ভাবেই।
শৌনক আর আমার দুজনের পরিচয় আর আলাপ বন্ধুত্ব সেই ইটিভির আমল থেকেই। সালটা সেই দু হাজার সাল হবে। শৌনক, তীর্থ, রজত, পলাশ, সনৎ, সুরজিৎ, শাশ্বত, নবেন্দু দা, গৌতম দা, এমন কত নাম আর বলবো। যাঁরা বাদ পড়লেন ইচ্ছাকৃত নয় কিন্তু। সেই পুরোনো ইটিভির সব দিকপাল লোকজন এক একজন। এদের মাঝে আমি তো সেই হংস মাঝে বক সেথা। আজ কারুর সাথেই আর এই বুড়ো বয়সে যোগাযোগ নেই আমার গুটিকয় মানুষ ছাড়া।
একে বাতিলের দলে আর অন্য দিকে এগিয়ে যাওয়া সব দাপুটে বন্ধুদের সাথে দেখা করতে আর কথা বলতে বিশেষ ইচ্ছাও করে না আর আজকাল। কিছুটা লজ্জা এর কিছুটা সংকোচ। একটু দূরে দূরে সংগোপনে থাকা ভালো বেশ। বন্ধুত্ব আর বন্ধুত্বের সম্পর্ক ঘিরে কত কিছুই যে ঘটে যায় এই জীবনে সে কি আর বোঝা যায়। যাকগে বাদ দিন এসব কথা সেই মন্দারমণির গল্পে ফিরে আসি আবার।
চব্বিশ ঘণ্টা চ্যানেলে তখন আমরা দুজনে একসাথে চাকরি করি ইটিভির চাকরি ছেড়ে। একসাথে কাজ করার সুবাদে দুজনে প্ল্যান করলাম গাড়ি নিয়ে মন্দারমণি যাওয়া হবে। আমার কম গুরুত্ব পূর্ণ চাকরি হলেও শৌনকের কিন্তু বেশি গুরুত্ব পূর্ণ আর দায়িত্ব অনেক কাজের ওর। অফিস ছুটি পাওয়া ওর পক্ষে বেশ কষ্টের। তবুও দুজন ম্যানেজ করে বেরিয়ে পড়লাম দেওয়ালির রাত কাটাতে সমুদ্রের ধারে নিরিবিলিতে আর নির্জনে দুই পরিবার একসাথে।
গাড়ি নিয়ে দুজনেই গেলাম। দুজনের পরিবার নিয়ে সাথে ড্রাইভার সহ। কোলাঘাট পার হয়ে বেশ সুন্দর ভাবেই আমরা পৌঁছে গেলাম মন্দারমনিতে। একটি ভালো হোটেল দেখে উঠে পড়লাম আমরা দুই পরিবার। খুব সম্ভবত দু হাজার ষোলো সালের ঘটনা হবে মনে হয়। আজ থেকে প্রায় আট বছর আগের ঘটনা। বেশ ভালো ব্যবস্থা হোটেলের। সামনেই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। আমাদের দুই বন্ধুর পরিবার আর সাথে দুই পরিবারের শাশুড়ী সহ এই ভ্রমণ। হোটেলে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে নিলাম আমরা একটু। এত পথ গাড়িতে এসে সবাই বেশ ক্লান্ত তখন।
যাই হোক বিকেল বিকেল হঠাৎ করেই শৌনক বললো দীঘা ঘুরতে যাবে ও একা গাড়ি নিয়ে। এই বলে ওর গাড়ি আর ড্রাইভার সহ বেরিয়ে পড়ল দীঘার উদ্দেশ্যে। এদিকে ওর বাড়ির লোকের চিন্তা রাত হলে ফিরবে কি করে। কারণ একটাই রাত সাতটা বেজে গেলে সমুদ্রের জল বেড়ে যাবে আর তাহলে হোটেলে প্রবেশ করা যাবে না কোনো ভাবেই সেই রাতে। এই কথা শুনে আমিও আমাদের গাড়ি নিয়ে দীঘার দিকে রওনা দিলাম যাতে তাড়াতাড়ি ওকে ফিরিয়ে আনা যায়। আমাদের গাড়ি নিয়ে বের হবার সময় হোটেলের কর্মীরা একটা কথা বলে দিলো দাদা তাড়াতাড়ি ফিরবেন কিন্তু বেশি রাত করবেন না তাহলে বিপদে পড়বেন কিন্তু আপনারা। কিন্তু আমরা হলাম শহুরে হুজুগে মানুষ আমরা। ডোন্ট কেয়ার মনোভাব আমাদের সব সময়। তার ওপর আবার মিডিয়াতে কাজ করা সব লোকজন আমরা ভাবলাম কি আর হবে এরা হয়তো ভয় দেখাতে এমন কথা বলছে। রাতে ওরা তাড়াতাড়ি ঘুমাতে চায় তাই আমরা ফিরে এলে ডিনার দিয়ে কাজ সেরে সব ঘুমোতে যাবে আর কি।
তবুও আমি বার বার শৌনককে বলে দুটো গাড়ী করে দ্রুত গতিতে দুই পরিবার নিয়ে দীঘা থেকে ঘুরে ফিরে এলাম মন্দারমণিতে। তখন ঘুটঘুটে অন্ধকার চারিদিক। রাত প্রায় সাড়ে সাতটা বাজে। ইঁটের এবড়ো খেবড়ো রাস্তা ধরে কোনো রকমে দ্রুত গতিতে গাড়ি নিয়ে আমাদের ড্রাইভার সমুদ্রের ঢেউ সামলে গাড়ি নামিয়ে দিয়েছে সমুদ্রের তীরে হোটেলে ফেরার পথ ধরে। দুর থেকে ভেসে আসছে শুধু সমুদ্রের ঢেউ আর গর্জন।
এদিকে আমাদের রাস্তায় না এসে শৌনক তখন অন্য একটু ঘুর পথের রাস্তায় গিয়ে পুলিশের সামনে পড়ে যায় গাড়ি নিয়ে। পুলিশ বলে জল বাড়ছে কোনো ভাবেই নামা যাবে না সমুদ্রের ধার ধরে এইভাবে। সাংবাদিক পরিচয়ে নিজের পরিচয় দিয়ে একপ্রকার জোর করেই নেমে পরে ও জলের ঢেউ এর মাঝে ভেসে যাওয়া রাস্তায়। এদিকে আমরা কোনো রকমে এগিয়ে চলেছি একটু একটু করে। বাইরে প্রবল ঢেউ এর ঝাপটা। মোচার খোলার মত আমাদের গাড়ি ভাসছে প্রায় এদিক থেকে ওদিক। ঢেউ এর জল যখন আসছে তখন একভাবে গাড়ি বালির চড়াতে আটকে যাচ্ছে আর জল ফিরে গেলে তার টানে গাড়ি শুদ্ধ আমাদের নিচে টেনে নিয়ে যাচ্ছে দূরে অনেক দূরে।
এদিকে অনেক পিছনে শৌনকের গাড়ির অবস্থা আরো খারাপ। জল বাড়ছে দ্রুত। দুটো গাড়ির ভেতর দুই পরিবার মুখ শুকনো করে বসে আছি আমরা। কারুর মুখে কোন কথা নেই। গাড়ির জানালার কাঁচে জল আর বালির ঝাপটা লাগছে। কোনো রকমে গাড়ির স্টার্ট যাতে বন্ধ না হয় প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে দুই ড্রাইভার। কতক্ষন যে এই অবস্থায় ছিলাম আমরা জানিনা। এদিকে হোটেলে তখন কান্না শুরু করে দিয়েছেন আমাদের দুই বৃদ্ধা শাশুড়ী। কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা। মৃত্যুকে এত কাছ থেকে দেখার সুযোগ আর সৌভাগ্য একসাথে দুই বন্ধুর এমন ভাগ্য কজনের হয় বলুন তো।
আমরা অবশেষে অনেক কষ্টে হোটেলের সেই ওপরে ওঠার জায়গা খুঁজে পেলাম অন্ধকার অনেকটা পথ পেরিয়ে। দেখলাম অন্ধকারে হোটেলের কর্মীরা টর্চ হাতে ভীড় করে দাঁড়িয়ে আছেন সবাই হোটেলের লনের ওপরে। একটু পর শৌনকের গাড়িকেও দেখা গেলো। প্রবল জলের ধাক্কা সামলে ধীরে ধীরে জলে চান করে হোটেলের লনে এসে উঠলো অনেক কষ্টে গাড়ি দুটো। আর হাঁফ ছেড়ে বাঁচল সবাই।
সেদিন রাতের অন্ধকারে এই যে সমুদ্রের তীরে দিনের বেলায় ছাতা হাতে দুই পরিবার হাসি হাসি মুখে ছবি তুলেছি আমরা একসাথে। আমার মেয়ে ওর ছেলে দৌড়ে বেরিয়েছে এই সমুদ্রের তীরে। খেলা করেছে একসাথে ওরা দুজন বালির চড়ায়। যে সমুদ্রের তীরে বসে আমরা একসাথে কত গল্প করেছি দুই পরিবার। সেই সমুদ্রের রাতের সেই ভয়ঙ্কর রূপ এর কথা সারা জীবন মনে থাকবে আমাদের।
আজ আমার সেই সাদা জীবনের কালো কথায় এই ছবিগুলো দেখে মনে পড়ে গেলো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আর রাতের কথা। মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে ফিরে আসা দুই পরিবারের কথা। যে দুই পরিবার এর সাথে আজও যোগাযোগ রয়ে গেছে আমাদের একে অপরের সাথে। বাতিল মাল হলেও আমরা মাঝে মাঝেই প্ল্যান করি কি করে আবার বেরিয়ে পরা যায় এই অনিশ্চিত জীবনেও। যেমন সারারাত সেই জগদ্ধাত্রী পূজোর সময় চন্দননগরে ঘুরে বেড়ানো। একসাথে ঘুরে দুই পরিবার এর ঠাকুর দেখতে যাওয়া। আসলে এতদিন পর মনে হলো কিছু কথা লিখে ফেলি। সেই রাতের অন্ধকারে মৃত্যুর কোল থেকে বেঁচে ফেরার কথা।
সেদিন আমাদের দুই পরিবারের বেঁচে যাওয়া হোটেলের কর্মীরা অনেকেই বলেছিলেন এই ভাবে কেউ ফিরতে পারে না আপনারা কি করে ফিরলেন কে জানে। ওই জন্য আপনাদের বারবার বারণ করেছিলাম আমরা। সেই জন্য তো আপনাদের বলেছিলাম বেশি রাত করবেন না। এমন কথা না শুনে যে কি হচ্ছিল তার ফল আমরা সেদিন হাতেনাতে পেলাম। বহুদিন হলো দেখা হয় নি দুই পরিবারের একসাথে। আমাদের ছেলে মেয়েরা সব বড়ো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু সেই মন্দারমনি যাওয়া ও তার যে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছি আমরা তা সারাজীবন মনে থাকবে আমাদের।
এখন শুনেছি এখন রাস্তা ঘাট আরও ভালো হয়ে গেছে ওই এলাকায়। সমুদ্রের তীর ধরে আর হোটেলে পৌঁছতে হয় না রাতের অন্ধকারে। তবু এই ছবিগুলো দেখে আমাদের সেই রাত এর কথা মনে করিয়ে দিলো আবার। যে রাতে অল্পক্ষণের জন্য হলেও মনে হয়েছিল আমাদের, আমরা মানুষ ক্ষমতাধর মানুষ, আত্মগর্ব করা মানুষ সত্যিই কত অসহায়। প্রকৃতির ভয়ঙ্কর রূপ এর কাছে আমরা সবাই বড়ো মাতব্বর হয়েও কেমন যেনো মিইয়ে যাই। ভাগ্যিস সেদিন বেঁচে ফিরেছিলাম তাই আজ এতদিন পর দুই পরিবারের এই ছবিগুলো দেখে লিখতে পারলাম সেই কথা। সাদা জীবনের কালো কথায় মন্দারমণির এই ছবি আমাদের জীবনে রঙিন হয়ে বেঁচে থাকবে।
মন্দারমণির সেই রাত - অভিজিৎ বসু।
দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন