সাদা জীবনের কালো কথায় আমার এই আঁকিবুঁকি
ব্লগে লিখতে গিয়ে নানা জীবনের কথা, নানা চরিত্র, নানা মানুষের কথা মনে পড়ে যায় আমার। আসলে লেখা তো মানুষের জীবনের মনের আয়না। যে আয়নায় নিজের মুখ দেখে কখনও ভালো লাগে। আবার কোনো সময় সেই মনটা খারাপ হয়ে যায় আমার। তবুও হাজারো মুখ এর ভীড়ে, চরিত্রের ভীড়ে কিছু কিছু মানুষকে ভোলা যায়না কিছুতেই। যাদের কোনো ভাবেই ভোলা যায় না তাদের কথাই লিখতে ইচ্ছা করে আমার। অনেকে আমায় বলেন আমার ঝাঁজ কমে গেছে আমি নাকি পক্ষ ধারণ করে গা বাঁচিয়ে চলছি। নিজের গায়ে যাতে কোনো দাগ না লাগে তেমন ভাবেই লিখছি আমি। প্রতিবাদে মুখর না হয়ে। আবার কেউ কেউ বলছেন সাদা জীবনের কালো লেখাতো শুধু স্তাবকতা করা নয় অন্যদের। তাতে কি আর বৃহৎ পরিসরে কিছু লাভ হয়। যিনি লেখেন তার স্বার্থ রক্ষিত হলেও যাকে নিয়ে লেখেন তার কিছুই হয় না। সাদা কে সাদা আর কালোকে কালো বলাই যদি না যায় তাহলে আর কি হবে এই সব লিখে।
আসলে আমাদের এই আপাত সাদা জীবনে চলতে চলতে কালো কথাই বেশি শুনতে চাই আমরা। যে কালো আমাদের হৃদয় জুড়ে বিরাজ করে। যে কালো মেঘের এদিক ওদিক আনাগোনা কেমন করে যেনো আমাদের স্থবির জীবনকেও কেমন করে আন্দোলিত করে বার বার। তবে আমার এই জীবনের নানা কথা। নানা জীবনের গভীর গোপন কথা তো একান্তই আমার কথা। যে কথার ভীড়ে লুকিয়ে আছে ঢাকের বাদ্যি, শিউলির ভোরের সুবাস,গঙ্গার ঘোলা জলের সোঁদা গন্ধ, কলকাতার রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা ঝাঁ চকচকে অফিস এর সুন্দর আলোয় মোড়া ঘর, যে কথার ভীড়ে লুকিয়ে আছে আমার গভীর গোপন না পাওয়ার জীবনের নানা সুখ আর দুঃখের কাহিনী। যা একান্তই আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্চয় থেকে লিখে যাই আমি। তাতে হয়তো কারুর মনে হয় স্তাবকতা করা হচ্ছে। কারুর মনে হয় উল্টো পথে হাঁটি আমি ঝাঁজ কমিয়ে ফেলে হিসেব করে। কিন্তু না, সারা জীবন যে মানুষটা হিসেব করে চলতে পারলো না সে এই আঁকাবাঁকা অক্ষরে আঁকিবুঁকি ব্লগে কিছু লেখায় আর কি স্তাবকতা করবে নিজের ঝাঁজ কমিয়ে ফেলে।
মাঝে মাঝে রাত দুপুরে তাই মন খারাপ নিয়েই কলম ধরি আমি। লিখে যাই আর ভাবি সত্যিই যদি ঝাঁজ কমে যেতো আমার। স্তাবকতা করতে পারতাম গুছিয়ে হিসেব কষে তাহলে কি আর বুড়ো বয়সে রাস্তায় বসে ফিরি করতে হতো আমায়। তাহলে কি আর বাতিলের দলে পড়ে কেমন করে খবরের মাঠের বাইরে বসে থাকতে হতো আমায়। দুর থেকে দেখতে হতো খেলা মাঠের বাইরে বসে বসে শুকনো মুখে চুপটি করে। জানিনা আমি বিশ্বাস করুন আপনারা আমি নিজেকে বদলে ফেলতে পারলে ভালই হতো আমার নিজের। কিন্তু সেটা পারিনি আমি এই এতদিনে এত বছরেও। আর তাই বোধহয় সাদা জীবনের কালো কথায় কিছু ভালো কথা কিছু কালো কথা লিখে ফেলি আমি। তাতে কেউ খুশি হন, কেউ ভাবেন স্তাবকতা করছি আমি। বিশ্বাস করুন আপনারা আমি সেটা করিনা।
জীবনের এই শেষ পর্বে এসে ফেলে আসা জীবনের নানা ঘূড়িকে উড়তে দেখি আর মনে মনে ভাবি সত্যিই তো জীবনের এই সব রঙিন মানুষ গুলো ছিল আমার অতীত দিনের জীবনে নানা রূপে আর নানা ভাবে। কেউ ভালো রূপে, কেউ খারাপ রূপে। আর সেই সব কথাই লিখে ফেলি আমি আমার মনের তাড়নায়। তার মধ্যে রাজনীতির কোনও মারপ্যাঁচ নেই। সমাজনীতির দোদুল্যমানতা নেই। চাওয়া আর পাওয়ার হিসেব নিকেষ নেই কোনও। শুধু ফেলে আসা অতীত দিনের স্মৃতিচারণের মৃদু মন্দ বাতাস বুকে নিয়ে, গায়ে মেখে ভোরের আলো ফোটার অপেক্ষায় প্রহর গুনি আমি। নতুন ভোরের অপেক্ষায় থাকি আমি। যে ভোরের আলোয় আলোকিত হয়ে যায় আমার সুখ আর দুঃখের স্পর্শ মাখা এই ধূসর জীবন। যে জীবনের আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখতে পাই সাদা আর কালোর নানা রূপরেখা। আমি সেটা দেখে মুগ্ধ হই। আর সেই মুগ্ধতা অক্ষর রূপে ঝরে পড়ে আমার এই আঁকিবুঁকি ব্লগে আঁকাবাঁকা অক্ষরে।
আঁকিবুঁকি ব্লগের কথা - অভিজিৎ বসু।
সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন