অবশেষে জয় এলো অনেক কষ্ট করেই। সাংবাদিক আর চিত্র সাংবাদিকের এই জোর লড়াইতে ক্যামেরা ম্যানের পক্ষে ভোট পড়েছে ১৮৬ আর বিপক্ষে ভোট পড়েছে ১৮১ টি। মানে একদম কান ঘেঁষে জয় পেলো চিত্র সাংবাদিকরা এই লড়াইতে। কলকাতা প্রেস ক্লাবে এই টি টোয়েন্টি খেলায় সাংবাদিকদের হারিয়ে ঐতিহাসিক জয় পেলো চিত্র সাংবাদিকরা। সাংবাদিক দের সাথে সমান অধিকারের প্রশ্ন নিয়ে যে লড়াই দীর্ঘ দিন ধরেই তাঁরা চালিয়ে আসছিলেন, সেই চিত্র সাংবাদিকেরা আজ এতদিন পরে কলকাতা প্রেস ক্লাবে সমান অধিকার পেলেন।
তারাও এরপর থেকে কলকাতা প্রেস ক্লাবের সদস্য পদ পাবেন। এতদিন যে সদস্য পদের একমাত্র দাবিদার ছিলেন একমাত্র প্রিমিয়ার ক্লাস এর সাংবাদিকরাই। ভোটাধিকার থেকে শুরু করে সব কিছুই ছিল একমাত্র তাঁদের দখলে। এই রায় দানের পর থেকেই সবকিছুই বদলে গেলো এক লহমায়।
রিপোর্টার আর ফটোগ্রাফার জুটি, সাংবাদিক আর চিত্র সাংবাদিকের জুটি ঠিক যেনো বিয়ে করে ঘর সংসার করা নতুন বর আর বউ এর জুটি। যত পুরোনো হয় বর - বউ এর এই জুটি ততোই কেমন আঠালো সম্পর্ক হয়ে যায় তাদের। একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। দুজনের মধ্যে একটা এডজাস্টমেন্ট যেটা কিছুতেই ভাঙা যায় না। আর রিপোর্টার ফটোগ্রাফার জুটিও ঠিক সেই রকমই। কিছুতেই ভাঙা যায়না। যুদ্ধক্ষেত্রে, খবরের ফিল্ডে, জল কামান এর সামনে, লাঠির বাড়ি খেয়ে তাঁরা সবাই একসাথে হাতে হাত মিলিয়েই কাজ করে। এটাই তো সব ক্ষেত্রে দেখা যায়। না হলে আর ছবি হবে কি করে।
তাহলে যাদের জন্য এতকিছু তাদের সমান অধিকার এর প্রশ্নে মাত্র এই অল্প ব্যবধানে জয়। হ্যাঁ, জয় তো জয়ই। কিন্তু গণতন্ত্রের এই জয় পেয়েছে যাঁরা। যারা কর্মক্ষেত্রে রোদে জলে ঝড়ে পুড়ে মার খেয়ে তারা দীর্ঘ লড়াই এর পড়ে মাত্র পাঁচ ভোটের ব্যবধানে এই ফল লাভ হলো তাদের। ক্লাবের গেটে তাই উচ্ছাস, ভিড়, আনন্দ উপভোগ করছে সবাই। আঙুল তুলে ভি দেখানোর ছবি পোস্ট করছে।
কিন্তু আমার মনের মধ্য খচখচ করছে একটা প্রশ্ন একসাথে দুজনে ঘর করা, একসাথে হাঁটা, একে অপরের হাত ধরে চলা, একজনের মাথায় অন্য জনের দরকারে ছাতা ধরা, একে অপরের ওপর সেই বর আর বউয়ের মতই নির্ভরশীল যারা বহুদিন ধরেই। এক টিফিন বাক্সের খাবার যারা দুজনে মিলে ভাগ করে খায়। সেই চিত্র সংবাদিকের জয় মাত্র পাঁচ ভোটের ব্যবধানে। জয় তো এলো হোক না সেই জয় কম ভোটের ব্যবধানে। আপনাদের সকলকে অভিনন্দন ।
অবশেষে জয় - অভিজিৎ বসু।
আট ডিসেম্বর দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্যে ফেসবুক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন