সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায় আজ সেই টব কাকা সুকুমার এর কথা। যে সুকুমার এর বাড়ী নদীয়ায় কৃষ্ণনগরে। ঘূর্ণির কাছেই বাড়ী তাঁর। সেই ঘুর্ণি যা মাটির পুতুলের জন্য বিখ্যাত। রাস্তার পাশে এই মাটির টব বিক্রি করে তাঁর সংসার চলে। গল্প সেটা নয়। আসল গল্প হলো যে এই রাস্তার পাশে বসে মাটির টব বিক্রি করে তিনি কাটিয়ে দিলেন জীবনের কুড়ি বছর বা তার বেশি।
আসলে রাস্তার পাশে এইভাবে এদিক ওদিক করে জীবন কাটিয়ে দেওয়া। সেই কৃষ্ণনগর থেকে মাটির টব গাড়ি করে এনে রাস্তার পাশে ঝুপড়ি বেঁধে থেকে যাওয়া। ঘরে বউ ছেলে মেয়ে নিয়ে তাঁর সংসার। সেই কবে থেকে প্রথমে সেই শান্তিনিকেতন লজের কাছে ব্যবসা সূত্রে চলে আসা এই শান্তিনিকেতনে। কখনও চিত্রা মোড় আবার কখনও শ্রীনিকেতনের কাছে বসে পড়া। আর টব এর সাথে বিক্রি করা নানা ধরনের ফুল আর ফলের গাছও। কদিন আগেই তাঁর সাথে আমার আলাপ হয়।
এইবার তাঁকে দেখতে পেলাম আমি শ্রীনিকেতনের রাস্তার পাশে। সরকারী রাস্তার পাশে বসতে কোনোও টাকা নেয়নি কেউ। তাঁকে ফোন করে অনেকেই জেনে নেন কি কি গাছ আছে। টব এসেছে কি না কৃষ্ণনগর থেকে। আর এই ভাবেই বেঁচে থাকা তার। লোকের বাড়িতে ফুল ফোটে, বারন্দায় সুন্দর করে বাগান হয়। ছাদে ফুল ফোটে। আর সুকুমার রাস্তায় শুয়ে থাকে শীত, গ্রীষ্ম, বর্ষায়। রোদে জলে ভিজে বছর বছর কাটিয়ে দেয় হাসি মুখে। মাঝে মাঝেই রাস্তায় সব জিনিস গুছিয়ে রেখে এদিক ওদিক চলে যায়। আবার চলে আসে সে। এইভাবেই শ্রীনিকেতনের রাস্তায় জীবন কেটে যায় কৃষ্ণনগরের টব বিক্রেতা সুকুমার এর। সত্যিই আজ সেই সুকুমার এর কথা লিখে ফেললাম আমি আমার ব্লগে সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায়। ভালো থাকবেন আপনি সুকুমার বাবু। আর ওনার টব আর ফুল বেশ ভালো এটা বলতে পারি।
টব কাকা সুকুমার - অভিজিৎ বসু।
তেইশ মার্চ দু হাজার পঁচিশ।
ছবি নিজের মোবাইল ক্যামেরায় তোলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন