খেলার মাঠে বল নিয়ে দৌড়ে বেড়ানো অভিষেক। গোল করে দু হাত আকাশে তুলে আনন্দে আত্মহারা হয়ে ওঠা অভিষেক। শহরের বুকে খবরের খোঁজে ছুটে বেড়ানো অভিষেক। কলকাতা শহরের নানা চ্যানেলে কাজ করা অভিষেক। ধীর পায়ে ড্রিবল করে এগিয়ে চলা অভিষেক।
সেই গৌহাটির চ্যানেলে কাজ করার সময় ওর সাথে দেখা হলো অল্প কিছু দিন। সেই সেক্টর ফাইভের অফিসে ইন্টারভিউ দিতে আসা ওর। সেই খবরের বিষয়সমূহ না জিজ্ঞাসা করে মাঠের কোন পজিশনে খেলে সেটা নিয়ে কথা বলা ওর সাথে। বিশ্ব একাদশে কোন কোন ফুটবলারকে কোন পজিশনে খেলালে ভালো হয় সেই স্বপ্নের টিম তৈরি করে দেওয়া। আর তারপর ফের খবর খুঁজতে বেরিয়ে পড়া।
বেশ একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করা ওর। সেই অভিষেক যার কাছে সব ছবি থাকে সব সময়। নিমেষে মোবাইল ফোনে দিয়ে বলে এই নাও দাদা। আসলে সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায় নানা জন নানা মানুষ নানা চরিত্র নিয়ে লিখি আমি। এদের মধ্যে অভিষেক এর কথা মনে পড়ে গেলো আজ।
সেই ওর গৌহাটির চ্যানেলে কাজ করা। সেই ওর সেখান থেকে অন্য জায়গায় কাজে যোগ দেওয়া। মাঝে কিছুদিন ধরেই যোগাযোগ ছিল না আমাদের। আবার ওর নতুন এক চ্যানেল এর কাজে যোগ দেওয়া ওর । সেই ওর হাসিমুখ সেই ওর কাঁচের ঘরে দাঁড়িয়ে ইন্টারভিউ এর সময় লাইভ দেওয়া দুলে দুলে। এই সব কথা মনে পড়ে গেলো আজ। কত ঝড় জল ঝাপটা সামলে হাসি মুখে এগিয়ে চলেছে সে এই খবরের দুনিয়ায়।
সেই মোটরসাইকেল নিয়ে ওর দৌড়। সেই বল নিয়ে মাঠে ওর দৌড়। সেই দাড়ি নিয়ে অল্প হেসে বলা দাদা আমি আছি এই খবরে চিন্তা নেই তোমার। সত্যিই কতজন যে এইভাবেই আমার দীর্ঘ ৩৫ বছরে এলো আর গেলো তার হিসেব নেই। ওর নতুন জীবনের ছবি ওর নতুন সংসারের ছবি,ওর নতুন চ্যানেলের ছবি দেখে বেশ ভালই লাগলো আমার।
আর আজ সকাল বেলায় লিখে ফেললাম আমি সেই অভিষেক এর কথা। ভালো থাকিস ভাই। খবরের লম্বা দৌড়ে এইভাবেই মাঠ জুড়ে দৌড়ে বেড়া, খেলে বেড়া তুই। কঠিন এবড়ো খেবড়ো মাঠে সহজ উপায়ে গোল করে দলকে জেতা। সেটাই যে জীবনের একমাত্র লক্ষ্য। ভালো থাকিস ভাই।
খবরের মাঠে দৌড়ে বেড়ানো অভিষেক - অভিজিৎ বসু।
তেরো এপ্রিল, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন