ঘুঘু ডাকা ভোর, বিষণ্ন কাঁটাতার এর ভিতর আটকে থাকা মিষ্টি ভোর।
কেমন থম মারা সকাল, দূরে মন্দিরের ঘন্টা জানান দেয় রাত শেষ দিনের শুরু।
রাতের অন্ধকারে কেমন যেন নিকষ কালো ঘন অন্ধকার।
যে অন্ধকার এর গাঢ় খয়েরি রং মনের মাঝে ভয় ধরায়।
যে দিন জীবনের পথে প্রান্তরে এঁকে দেয় জলছবির হালকা ভালোবাসার প্রলেপ।
যে দিন কেমন করে যেন মাথার ওপর আকাশপানে ডানা মেলে উড়ে বেড়ায় আনমনে,
এদিক ওদিক সেই শ্বেত ধবল বকের মতই একা একাই।
যে দিন আমার বড়োই প্রিয় ভালোবাসার আস্তরণে মোড়া একটা সংসার, তেল চিটে গুটিকয় জীবন, জীবনের অনুরণন আর চুড়ির রিনরিনে মৃদু ঠন ঠন বেলোয়ারি আওয়াজ।
যে দিন শুরু হয়, শেষ হয়, দিনমান এর গোধূলি বেলায় ফিরে আসে ফের অন্ধকার, কালো নৈঃশব্দ্য ঘেরা রাত।
যাকে আমি বড্ড ভয় করি সেই আঁধার ঘেরা রাত।
কেমন করে যেন ফিরতে চাই ওই সাদা বকের ডানায় ভর করে দিনের আলোয়, অন্ধকার এর বুক চিরে বাঁচতে চাই আলোর সংসারে।
ভোরের আলোয় - অভিজিৎ বসু
আট এপ্রিল দু হাজার পঁচিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন