সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মহাকরণের অশোক সেনগুপ্ত

আসলে কি জানেন হুগলীর একটি ছোট শহর সেই শ্রীরামপুর থেকে ঘুরতে ঘুরতে সেই ছোটো বড়ো নানা কাজ এর অভিজ্ঞতায় যেমন ট্রেনে হকারি করা, শীত কালে সাইকেল নিয়ে বাড়ী বাড়ী ঘুরে খেজুর গুড় বেচা, লোকের বাড়ী মুদির জিনিস পৌঁছে দেওয়া, সেই গুমটির পানের দোকানে সারাদিন বসে থাকা, সেই কলকাতা থেকে জেরক্স এর কাগজ এনে দোকানে সাপ্লাই করা, সেই ছোটো বেলায় মা আর ছেলের ঠোঙা করে দিন গুজরান করা, আর বর্তমানে মা কঙ্কালী তলার হাটে হার দুল নিয়ে প্লাস্টিক পেতে আপনমনে বসে পড়া। 

এই সব করতে করতেই ধীরে ধীরে সেই একদম কোনও ভাবে নানা খারাপ আর ভালো অভিজ্ঞতাকে সম্বল করে মিডিয়ার বৃত্তে ঘুরতে ঘুরতে ঠোক্কর খেতে খেতে পৌঁছে যাওয়া খবরের সেই চোখ ধাঁধানো হীরের খনিতে। মহাকরণের সেই প্রেস কর্নারে কাঠের সিঁড়ি পেরিয়ে চটি পায়ে বুট জুতো পরে নয় কিন্তু বহু কষ্টে বহু দিন পরে প্রবেশ করা। সেই বিখ্যাত সব নামের সাংবাদিকদের কাছে খুব কাছে পোঁছে যাওয়া। যাঁদেরকে চোখের সামনে দেখতে অভ্যস্ত ছিলাম না আমি কোনোদিনই। সেই তাঁরাই আমার চোখের সামনে ঘুরে বেড়ান, হেঁটে বেড়ান, সিগারেট খান, মন্ত্রীর ঘরে ঢুকে হাসতে হাসতে চা খান, তাদের দেখে মন্ত্রী মশাই দাঁড়িয়েও পড়েন কোনো সময় করিডোরে। আমার মাঝে মাঝেই নিজের গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছা করে  এসব যা দেখছি সেই সব সত্যিই তো না স্বপ্ন কে জানে। 

সেই এক একজনের দুলকি চালে হেঁটে যাওয়া। কেউ বিনয়ের অবতার হয়ে মিষ্টি মিছরির ছুরির মত হাসি দিয়ে সোফা ছেড়ে উঠে যাওয়া আসছি বলে। কেউ আবার নিজেকে খুব ব্যস্ত এমন ভাব দেখিয়ে বই এর পাতায় মগ্ন থাকা। হাল আমলের ইংরাজি বই তো বটেই। আর এদের মাঝেই একদম ঝাঁ চকচকে জীবিনপঞ্জি নিয়ে বিদেশে, স্বদেশে কাটানো প্রায় চল্লিশ বছরের সাংবাদিক জীবন নিয়ে গায়ে সাদা বাড়ির সেই প্রফুল্ল সরকার স্ট্রীট এর ছাপ নিয়ে, কাঁধে সুন্দর দামী সাইড ব্যাগ নিয়ে, আর ফ্রেঞ্চ কাট দাড়ি নিয়ে আর মুখে বিনয়ী হাসি নিয়ে ঘুরে বেড়ানো। এদিক সেদিক আর তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখেন তিনি সবাইকে।


 সে পুরুষ বা মহিলা সাংবাদিক যেই হোক। কে কোথায় যাচ্ছে। কে কি লিখছে। কোন জায়গা থেকে খবরের উৎপত্তি হলো সবটাই তাঁর নজরে থাকতো। আর সেই ব্যক্তি যে আমাদের মত জেলার লাইফবয় সাবান মাখা গন্ধ রিপোর্টারদের যে হেলাচ্ছেদা করবেন সেটাই তো স্বাভাবিক ঘটনা। কোথায় লাইফবয় আর কোথায় বিদেশের দামী সুগন্ধী পাউন্ড দিয়ে কেনা সাবান। হ্যাঁ, আজ সেই আমার সাদা জীবনের কালো কথাতে আনন্দবাজার পত্রিকার বিখ্যাত সাংবাদিক বললেও বোধহয় একটু কম বলা হয় কারণ যিনি যে কোনো অন্য রিপোর্টার এর করা এক্সক্লুসিভ খবরকে দীর্ঘদিন পরেও মনে রেখে সেই খবরের ময়নাতদন্ত করে খবরের বিষয়সমূহকে নতুন আঙ্গিকে তুলে ধরে বাইলাইন পেতেন। হ্যাঁ, সেই আমাদের জার্মান, বাংলাদেশ, বিশ্বের নানা দেশ ঘুরে বেড়ানো বিখ্যাত ও সুপ্রতিষ্ঠিত সাংবাদিক অশোক সেনগুপ্তর কথা আজ আমার ব্লগে। আমার সাদা জীবনের কালো কথাতে।

আসলে কি জানেন এই সব উঁচু তলার মানুষদের পাশে বসতে যেমন ভয় পেতাম আমি তেমনি তাঁর সমন্ধে লিখতে বসেও কি লিখবো আর কতটা লিখবো সেটা ভাবতেই কেমন যেন সময় কেটে যায় আমার এই রাতদুপুরে। আমাদের সাদা জীবনের কালো কথা তো আর কারুর ফরমায়েশি লেখা নয়। বা ঠাকুরের বায়না দেওয়া টাকা নিয়ে লেখা নয়। এই লেখা তো মনের জানালা দিয়ে শীতের হালকা রোদে নিজেকে একটু সেঁকে নেওয়া আর স্মৃতির জারক রসে জারিত হওয়া। তাই পারত পক্ষে এইসব সদাবাড়ির মানুষদের আমি একটু মফস্বলের ছেলে হিসেবে এড়িয়ে চলতাম। তার একটাই কারণ একজন যদি হয় নামী মিষ্টির দোকানের একশো টাকার জলভরা সন্দেশ আর তাহলে অন্য জন আমি সেখানে দু টাকার গুঁজিয়া মাত্র। নিজেকে জলভরা সন্দেশের থেকে দূরে সরে থাকাই ভালো তাই না আপনারা কি বলেন। 

যাকগে আমার এই জার্নিটা এই পথ এর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ছোটো বড়ো মাপের নানা উচ্চতার মানুষ। যাঁরা বিদ্যায় বুদ্ধিতে সমাজের বিশেষ উচ্চ শ্রেণীর মানুষের পাশাপাশি একটু কম জানা আর কম শেখা মানুষও ছিলো আমার আশপাশে। যাঁরা হয়তো অনেক নিচের সারিতে বাস করেন। আবার এদের ছাড়াও আরো বিভিন্ন ধরনের মানুষকে দেখলাম। তেমনই একজন হলেন এই অশোক দা মানে আনন্দবাজারের অশোক সেনগুপ্ত। মুখে হাসি নিয়ে গুটি গুটি পায়ে কোনো সময় কুন্ডু দা, কোনো সময় লাহিড়ী দা, কোনো সময় অংশু দা কিম্বা অন্য কারুর সাথে মজা করছেন। আর সময় হলেই নিজের কাজ সারতে সরে পড়ছেন আপনমনে। 

সত্যিই অসাধারণ এই জীবনের ব্যালেন্স করে মই বেয়ে ধীরে ধীরে ওপরে ওঠা। আমরা যখন আপনমনে গল্প করেই কাটালাম সারাটা দিন তখন তিনি হয়তো কোনো বিশেষ অফিসার এর ঘরে তাঁর মিষ্টি ভুবন ভুলানো হাসি দিয়ে তাঁকে বধ করার আপ্রাণ চেষ্টা করছেন। যাতে অফিস ফিরে পকেট থেকে নোটবুক বের করে হাসিমুখে বসের সামনে দাঁড়িয়ে এক্সক্লুসিভ খবরটা ফেলে দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকা যায় হাত দুটোকে বুকের মাঝে চেপে রেখে ঠিক স্বামী বিবেকানন্দের মত। আর মনে মনে ভাবা দশজনকে মহাকরণে পাঠালেও সেই পুরোনো চাল ভাতে বাড়ে। আমি ছাড়া এমন খবর খনি থেকে তুলে খুঁজে আনবে কে। 

এই যে খবরের প্রতি ভালোবাসা আর দুর্নিবার নেশা, আগ্রহ ছুটে বেড়ানো আর দৌড়ে বেড়ানো জীবন সেই বুদ্ধবাবুর মহাকরণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর মহাকরণ। আর সেই তাঁর নিজের হাতে করা বিখ্যাত খবর মহাকরণ ছেড়ে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সালেমদের সাথে বৈঠক শিল্প নিয়ে। সেই নন্দীগ্রাম আর সিঙ্গুর নিয়ে নানা খবর করা সেই বিখ্যাত সাংবাদিক ব্যক্তির সম্বন্ধে লেখার সাহস নেই আমার। কারণ আমরা যে সেই পর্যায়ে পড়িনা কোনোদিনই। কিন্তু এহেন ব্যক্তিকেও দেখলাম একদিন কেমন গুটিয়ে যেতে দাপুটে সাংবাদিক হয়েও। 

সেই সন্ধ্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে তখন কাঠের সিঁড়ি দিয়ে হেঁটে নামছেন। আর সেই সময় আমরা ছোটো, বড়ো, মেজো,সেজো সাংবাদিকরা সারাদিন এরপরে অপেক্ষায় থাকতাম কোনো বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নেবার জন্য। তখনও এত নিরাপত্তার ঘেরা টোপে বন্দী হয়ে যাননি আমাদের সবার দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত মুখ বড়ো দাদারা সামনের দিকে আর আমরা সব ডেঙ ডোঙলারা পিছনের সারিতে সিঁড়ির। আনন্দবাজার পত্রিকার সাংবাদিক তো সব সময় আগেই কাছেই থাকবেন এটাই একটা অঘোষিত রীতি ছিল মহাকরণে। সে এবিপি আনন্দ হোক বা আনন্দবাজার হোক। যতই টক ঝাল সম্পর্ক থাক সরকারপক্ষের সাথে সরকার বাড়ীর। সে সব তো সামনে সামনে। অন্দরে অন্তরে কি ছিল সেটা কি আর জানতে পারে কেউ। 

বাইরে থেকে তেল কিনে আনা কেন্দ্র সরকারের। আর সেই তেলের দাম বৃদ্ধি নিয়ে সেস বসানো নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যের বিরোধ চলছে সেই সময় জোর কদমে। কোনো একটা এই প্রসঙ্গে আশোকদার বিনয়ী হাসি মুখের প্রশ্ন মূখ্যমন্ত্রীকে। আর একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর সপাটে উত্তর এটা জানেন না আপনি। ভাবটা এমন তাঁর কথায় বড়ো কাগজের রিপোর্টার হয়ে এটাও জানেন না যে আপনি। তাল কেটে গেল সেইদিন সেই সান্ধ্য হাঁটার সময় এর। অশোকদা একটু এমন পাল্টা গুলি খেয়ে কিছুটা যেনো বেকায়দায়। সেদিন দেখলাম তাঁর হাসির মাঝেও একটা করুন মুখের বহিঃপ্রকাশ। তাঁর অন্য সব রিপোর্টারদের দিকে তাকিয়ে একটাই কথা মনে মনে বললেন কই তোমরা তো কেউ এই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারলে না। আমি না হয় আসল খবর জিজ্ঞাসা করে একটা গুলি খেলাম ক্ষতি কি। এটাই তো সেই অশোক সেনগুপ্ত।

সেই মহাকরণের সিঁড়িতে তখন কতজনের ভীড় সেই সুমন ঘড়াই, সুতপা সেন, রাজীব দত্ত,তরুণ মুখোপাধ্যায়, অংশু চক্রবর্তী, প্রভাত ঘোষ, রঞ্জন সেনগুপ্ত, দেবজিত ভট্টাচার্য, সোমনাথ চক্রবর্তী, ইটিভির দীপক দাস, হ্যাঁ এবিপির দীপক ঘোষ, সেই রুপম চট্টোপাধ্যায়, টেলিগ্রাফের বিখ্যাত সব সাংবাদিক নাম লিখতে গেলে শেষ হবে না যে, সেই থাকতো রিনা, অনিন্দিতা বিতনুর বউ আরও সব নানা জন। 

সত্যিই এমন কত যে স্মৃতি জড়িয়ে আছে আমার এই সাদা জীবনের কালো কথাতে তার শেষ নেই। এই অশোকদার কথা আমায় লিখতে হবে এটাই ভাবলে কেমন যেন লাগছে আমার। বহুদিন আমি খবরের জগৎ ছেড়ে, মহাকরণ ছেড়ে দূরে অনেক দূরে। কোনও যোগাযোগ নেই আমার সাথে কারুর আজ। আমার এই নানা লেখার মাঝেই ওনার সাথে হঠাৎ করেই একদিন যোগাযোগ হলো। আর তাই কিছুটা মেপে, কিছুটা দ্বিধা নিয়ে, জড়তা নিয়ে আঁকাবাঁকা অক্ষরে আঁকিবুঁকি ব্লগে কলম চালালাম আমি ধীরে ধীরে। ভুল না ঠিক, ভালো না মন্দ জানিনা আমি। তাঁর বিচার করবেন আপনারাই আমার পাঠকরাই।

যিনি এখনও আনন্দবাজার পত্রিকা থেকে অবসর নিয়েও। অবসরে না এই স্লোগান দিয়ে দু হাত তুলে দৌড়ে বেড়াচ্ছেন তিনি হাসি মুখে আজও এই বয়সেও। শুধুই খবরের নেশায়, প্রশংসার নেশায়, নামের নেশায়,  বাই লাইন এর নেশায়, ক্ষমতার বৃত্তে থাকার নেশায়, আর অন্য কিছুর নেশায় কিনা জানিনা আমি। যে নেশা কাটিয়ে আমি এখন বাতিলের দলে। যে নেশা কাটিয়ে আমি এখন এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন কাটিয়ে যাচ্ছি কোনও ভাবে বেঁচে আছি এই নির্জন ধূলিধুসর পৃথিবীতে। ক্ষমতার বৃত্তের থেকে নাম যশ এর থেকে অনেক দূরে। 

শুধু তাঁর সাথে অল্প কদিনের দুরত্ব রাখা পরিচয়ের  সূত্র ধরেই বলবো আমি দাদা আর দৌড়ে বেড়াবেন না অনেক হলো। পদ, নাম, মোহ এই সব কিছু ছেড়ে মাটির গন্ধ মেখে আনন্দে আত্মহারা হয়ে ইট কাঠ পাথরের কংক্রিকেটের ভীড় এড়িয়ে হলুদ সবুজ সর্ষে ক্ষেতের মাঝে হেঁটে চলে বেড়ান। পাখির গান শুনুন দেশের মাটিতে। এলোমেলো, এলেবেলে, বিন্দাস জীবন নিয়ে একটু হিসেব নিকেশ না করে ছিনিমিনি খেলুন জীবন নিয়ে দেখবেন আপনার ভালো লাগবে। মনে হবে কই এই জীবন দর্শন তো আগে উপলব্ধি করা হয়ে ওঠেনি আমার। ভালো থাকবেন দাদা আপনি। 

মহাকরণের অশোক সেনগুপ্ত - অভিজিৎ বসু।
একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. অসীম শ্রদ্ধামাখা সুন্দর একটি প্রতিবেদন। তবে লেখালেখি ছেড়ে দেওয়ার পরামর্শ মানতে পারছি না। বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্তর সঙ্গে প্রথম সাক্ষাৎ রবীন্দ্রসদনে কলকাতা প্রেস ক্লাব আয়োজিত বাংলা সংবাদপত্রের ২০০ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে। টেলিফোনে আলাপ তারও বছর খানেক আগে ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক রামানন্দ চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকীতে। বাঁকুড়ার মানুষ, জেলার ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করি, কিছু লেখার চেষ্টা করি। একদিন ফোনে জানালেন বাংলা সংবাদপত্রের দুশ বছর উপলক্ষে একটি স্মারক গ্রন্থের জন্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি লেখা চাই এবং সেটা আমাকে লিখতে হবে। আমি কিছু বলার আগেই তিনি বললেন 'আমার মনে হয়েছে এ লেখার জন্য আপনিই উপযুক্ত'। তাঁর এই কথায় আমি আপ্লুত আবেগতাড়িত হয়ে পড়লাম। লিখলামও। রবীন্দ্রসদনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে পৌঁছে গেলাম। অশোক বাবুর সাথে সেদিন প্রথম সাক্ষাৎ। তারপর নিয়মিত ফোনালাপ, হোয়াটসঅ্যাপ ফেসবুক মারফৎ যোগাযোগ। বিগত মার্চ মাসে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব উপলক্ষে তাঁকে অন্যতম প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার অনুরোধ করায় এককথায় রাজি হলেন শুধু নয়, কিভাবে এই উৎসব আকর্ষণীয় ও সুন্দর করা যায় তার পরামর্শ দিতে থাকলেন। আগ্রহ প্রকাশ করলেন বাঁকুড়া থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের আঁতুড়ঘর দেখার। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম ভোরের ট্রেনে বাঁকুড়ায় নামার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মাঝে প্রেস ক্লাবের অনুষ্ঠান ছাড়াও বিচক্ষণ সাংবাদিকের দৃষ্টিতে বাঁকুড়াকে নিরীক্ষণ করেছেন এবং ফিরে গিয়ে একের পর এক প্রতিবেদনে সেসব তুলে ধরেছেন যা বাঁকুড়ার কোন সাংবাদিকের কলমে ইতিপূর্বে উঠে আসেনি। সেদিন অশোক বাবুকে দেখে কারো মনে হয়নি যে তিনি কারো অচেনা। বিনম্র শ্রদ্ধা জানাই প্রিয় সাংবাদিক অশোক বাবুকে। এযতদিন শরীর এবং মন সায় দেয় ততদিন তাঁর কলম এভাবেই চলতে থাকুক এই প্রার্থনা করি। সুস্থ থাকুন আনন্দে থাকুন অশোক সেনগুপ্ত।
    সন্তোষ ভট্টাচার্য, বাঁকুড়া।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইটিভির পিনাকপাণি ঘোষ

কিছু মানুষ কত কাছে থেকেও পাশাপাশি এক জায়গায় বাস করেও একসাথে একসময় কাজ করেও যে কত দূরে রয়ে যান নিজের হাসিমুখ নিয়ে আর সেই চেনা ছন্দ নিয়ে সত্যিই বেশ ভালো মজার ব্যাপার কিন্তু এটা জীবনের মেঠো পথে। সেই ইটিভির বিখ্যাত সাংবাদিক হয়ে ঘুরে ঘুরে স্ট্রীট ফুডের ছবি তোলা আর নানা খবর করে খাওয়া দাওয়ার এপিসোড করে একসময়ে বিখ্যাত সাংবাদিক হয়ে যাওয়া ইটিভি নিউজে। আর আমাদের জেলায় বসে সেইসব হাঁ করে দেখা আর কেমন মনের ভেতর অস্থিরতা তৈরি হওয়া। একেই বলে কলকাতার রাজপথের সাংবাদিক বলে কথা।  সেই যে বার রাষ্ট্রপতি এলেন জয়কৃষ্ণ লাইব্রেরী প্রাঙ্গণে সেই অনুষ্ঠানের বিশেষ কার্ড জোগাড় করে দেওয়ার অনুরোধ করা ইটিভির চাকরি করার সুবাদে। কোনো রকমে সেই কার্ড জোগাড় করে এনে দেওয়া তাঁকে আর তাঁর পরিবারের সদস্যদের জন্য। আর সেই একদিন দুপুর বেলায় খুব সম্ভবত করোনা শেষ পর্বে বালিঘাট স্টেশন থেকে অফিস যাওয়ার সময় এসি পঞ্চাশ এর বাস এর ভিতরে দেখা হওয়ায় কত গল্প করা দুজন মিলে পুরনো দিনের। আবার উত্তরপাড়ার সেই বিখ্যাত চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে হাসি মুখে দেখা হয়ে যাওয়া রাতের বেলায় কাঁঠালবা...

আমাদের সবার মৃনাল দা

সাদা জীবনের কালো কথায় আজ এক বাবা আর ছেলের লড়াই এর গভীর গোপন কাহিনী। এই সাংবাদিকতার পেশায় এসে কত লড়াই, কত অসম যুদ্ধ, করে যে কেউ সংসার টিকিয়ে রাখতে পারে হাসি মুখে কাউকে কিছুই বুঝতে না দিয়ে। এমন করে কেউ টিকে থাকার চেষ্টা করেন সেটা বোধহয় আমার জানা হয়ে উঠত না কিছুতেই। যদি না এই পেশায় আমি গা ভাসাতাম এমন করে। জীবনের এই নানা টুকরো টুকরো ছবির কোলাজ ভেসে ওঠে এই রাতের অন্ধকারে আচমকা আমার মনের মাঝে। আর আমি চমকে উঠি কেমন করে তাদের সেই কোলাজ দেখে।  এমন এক চরিত্র, বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে কেমন আলগোছে, হাসিমুখে, নির্মোহ ভাবে, শুধু নিজের কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে জীবনটা কাটিয়ে দিলো সে শুধুই আকাশ পানে তাকিয়ে। যে নীল আকাশের গা ঘেঁষে উড়ে যাওয়া সাদা বকের ডানায় লেগে থাকে মেঘের হালকা টুকরো। একদম যেনো সিনেমার পর্দার হিরোর মতোই। দেখে বোঝার উপায় নেই একদম। পেটে খাবার না থাকলেও মুখের হাসিটা অমলিন হয়েই বেঁচে আছে আজও এতোদিন পরেও। আর সেই বিখ্যাত সাদা পাকা নাসিরউদ্দিন স্টাইলের দাড়ি, কালো চুল, আর সব সময় ধোপদুরস্ত ফিটফাট একজন মানুষ। রাত নটা বাজলেই যাকে শ্রীরামপুরে...

শপিং মলের উদ্বোধনে সিঙ্গুর আন্দোলনের দাপুটে মন্ত্রী

নালিকুল স্টেশন বাজারে একটি শপিং মলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বেচারাম মান্না হাজির। একসময় যাঁর অন্দোলনের ঠেলায় পড়ে দৌড়ে একপ্রকার পালিয়ে চলে যেতে হয়েছিল সিঙ্গুর থেকে টাটা কোম্পানিকে। যে আন্দোলনের দগদগে ঘা আর সেই স্মৃতি ধীরে ধীরে আজ প্রায় মিলিয়ে যেতে বসেছে আমাদের কাছ থেকে। আজ সেই চাষার ঘরের মানুষ না হলেও সেই কৃষক আর শ্রমিকের ন্যূনতম অধিকার নিয়ে যে আন্দোলন শুরু করে সারাটা জীবন কাটিয়ে দিলেন সেই মানুষটাকেই কেমন যেন আজ শপিং মলের উদ্বোধনে দেখে বেশ ভালই লাগলো আমার।  একদম নালিকুল স্টেশনের কাছে ঝাঁ চকচকে শপিং মল। দোকানে সাজানো জিনিস পত্র। আর সেখানেই আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না। একদম কেমন একটু আমার অচেনা লাগলো যেন। সেই মুড়ি খেয়ে আলুর তরকারি বা শশা খেয়ে আন্দোলন শুরু করা জমি আন্দোলন এর অন্যতম পথিকৃৎ নেতা আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে। তাহলে টাটা কোম্পানির বিরুদ্ধে যে জমি দখল নিয়ে আন্দোলন সেই আন্দোলন এর মধ্যে ছিল জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করা। যদিও সেখানেও সেই সময়ের শাসকদলের কর্মসংস্থানের যুক্তি।তবে এই নতুন শপিং মলের উদ্বোধনে তো আর ...

ভীড়ের মাঝে একা

জীবন জুড়ে শুধুই ভীড় আর ভীড়। নানা ধরনের ভীড়ে ঠাসা রাস্তায় মানুষের গন্ধে, বর্ণে , স্বাদের ভীড়ে আমি একদম একা হয়ে যেতে চাই। যে ভীড় উপচে পড়া রাস্তায় শুধুই হেমন্তের ভোরে শিশিরের ফিসফিস শব্দ, পাখির কিচির মিচির আওয়াজ,ধানসিড়ি ওই নদীটির তীর ধরে ঘুঘুর আকুল মন কেমন করা ডাক, উদাসী শালিকের ঝাঁক বেঁধে উড়ে যাওয়া ওই হেমন্তের হলুদ ধানের মাঠ এর পাশ দিয়ে, হলুদ বসন্ত বৌরীর সেই আমলকীর গাছের পাতায়,আড়ালে আবডালে বসে কেমন যেন আমায় দেখে লজ্জা পাওয়া, আর তারপর চোখ নামিয়ে হঠাৎ করেই তার উড়ে চলে যাওয়া। আর মেঘের কোল ঘেঁষে সেই সাদা বকের, বুনো হাঁসের, আর সেই পানকৌড়ির জলে ভেজা ডানা মেলে উড়ে যাওয়া আকাশ জুড়ে। সত্যিই ওরাও যে ভিড়ের মাঝেই বড়ো একা। একা একাই ওদের যে এই বেঁচে থাকা। কেমন নিপাট হৈ চৈ হুল্লোড়হীন একটা জীবন নিয়ে বেশ মজা করে, আনন্দ করে। আর সেই ভোরের আলোয় আলোকিত হয়ে রাস্তার একপাশে গুটি শুটি মেরে শুয়ে থাকা ওই সাদা কালো ভুলো নামের কুকুরের। যে অন্তত এই সব মানুষদের ভীড়ে ঠাসা রাস্তায় একটু যেনো আলাদা , একটু যেনো অন্য রকমের। একটু একা একাই যেনো ওর এই আলগোছে জীবন কাটিয়...

গৌড় প্রাঙ্গণে আনন্দবাজার

গৌরপ্রাঙ্গনে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের আনন্দের মেলা আনন্দবাজার। মহালয়ার ভোরবেলায় ঢাকের বাদ্যি আর সানাইয়ের মন কেমন করা সুরে মেতে উঠলো শান্তিনিকেতনের গৌড়প্রাঙ্গণ। প্রতি বছরের মতো এই বছরও যে হবে আনন্দমেলা আনন্দবাজার। হ্যাঁ সত্যিই যেনো আনন্দের এই হাটে বেচাকেনার পসরা নিয়ে একদিনের জন্য বসে পড়া মন প্রাণ খুলে হৈ হুল্লোড় করে। এই মেলা শুরু হয় 1915 সালের 15 এপ্রিল নববর্ষের দিনে। কিন্তু আগে এই মেলাকে একসময় বলা হতো বৌঠাকুরাণীর হাট। সেই সময় আশ্রমের মহিলারা নিজেদের হাতের তৈরি জিনিস নিয়ে মেলায় বসতেন। মেলার আয়োজন করতেন তারা। আনন্দ করে বেচাকেনা হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় একবার গরমের ছুটির আগে এমন মেলা নাকি হয়েছিল। যার নাম ছিল আনন্দবাজার। পরে এই মেলার নামে হয়ে যায় আনন্দমেলা। সত্যিই আনন্দের এই মিলন মেলা।  প্রথমদিকে পাঠভবন ও শিক্ষাসত্রের ছেলেমেয়েদের নিয়ে এই মেলা শুরু হয়। পরে ধীরে ধীরে বিশ্বভারতীর সব বিভাগের পড়ুয়ারা এই মেলায় যোগদান করে। এই মেলার অন্যতম উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের বেচা কেনার লাভের টাকার কিছু অংশ জমা পরে বিশ্বভারতীর সেবা বিভাগে। সেখান থেকে এ...